মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তা জেলা প্রশাসকদের (ডিসি) নিয়ে চার দিনব্যাপী সম্মেলন আগামী ৩ মার্চ শুরু হয়ে চলবে ৬ মার্চ পর্যন্ত।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, বরাবরের মতো এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসি সম্মেলন উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে উদ্বোধন হলেও অন্যান্য অধিবেশনগুলো বাংলাদেশ সচিবালয়ের পাশে ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে বলে জানায় মন্ত্রিপরিষদ বিভাগ।
ডিসি সম্মেলনে সরকারপ্রধান ছাড়াও মন্ত্রী-সচিবদের কাছ থেকে বিভিন্ন দিক-নির্দেশনা পেয়েছেন জেলা পর্যায়ে মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ডিসিরা।
তথ্যসূত্র: বিডি-প্রতিদিন
সম্পাদক : সাবিনা খানম,
প্রকাশক : এডভোকেট খোকন চন্দ্র গোপ,
ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ তারিকুল ইসলাম,
বার্তা সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম
Copyright © 2024 ইউনিয়ন সংবাদ. All rights reserved.