বিখ্যাত কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, অনুবাদক ও নজরুল গবেষক মজিদ মাহমুদের উপন্যাস ‘তুমি শুনিতে চেয়ো না’ প্রকাশিত হয়েছে অমর একুশে গ্রন্থমেলায় । উপন্যাসটি পাওয়া যাচ্ছে কথাপ্রকাশের ২১ নাম্বার প্যাভিলিয়নে। প্রচ্ছদ করেছেন মোস্তফিজ কারিগর।
তুমি শুনিতে চেয়ো না’ শুধুমাত্র নজরুলের জীবনভিত্তিক উপন্যাস নয়, প্রামাণ্য জীবনীগ্রন্থও। পরিচিত তথ্যের বাইরে চরিত্রগুলোর সজীব উপস্থিতির মাধ্যমে এমন সব প্রমাণ এই গ্রন্থে সন্নিবেশিত হয়েছে, যা উপেক্ষা করা অসম্ভব। উপন্যাস সম্পর্কে মজিদ মাহমুদ বলেন, বিশ শতকের মাহাবিদ্রোহী, ধূমকেতুর মতো আকস্মিক আগমন নজরুলের। তার বাণীর আঘাতে কেঁপে উঠলো ব্রিটিশ সাম্রাজ্য, কবিতায় গানে অসহায় মানুষদের মুখে দিলেন ভাষা, জাত, ধর্ম এবং নির্বিশেষে চাইলেন বৈষম্যহীন মুক্তরাষ্ট্র। কিন্তু কী এমন ঘটল, অদৃশ্যের ইঙ্গিতে মাত্র তেতাল্লিশ বছর বয়সে হয়ে গেলেন নির্বাক, জীবনের বাকি চৌত্রিশ বছর বললেন না একটি কথা।
বন্ধুরা দেখেতে আসতেন, ভক্তরা দেখতে আসতেন, অসুস্থ স্ত্রীর পাশে অনুগত বসে থাকতেন। কখনো চোখে-মুখে ফুটিয়ে রাখেতেন দুষ্টুমির ঝিলিক। এই আমাদের বিদ্রোহী কবি।
তথ্যসূত্র: ইত্তেফাক
সম্পাদক : সাবিনা খানম,
প্রকাশক : এডভোকেট খোকন চন্দ্র গোপ,
ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ তারিকুল ইসলাম,
বার্তা সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম
Copyright © 2024 ইউনিয়ন সংবাদ. All rights reserved.