1. admin@unionsongbad.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আজ থাইল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আবারোও স্বর্ণের দাম ভ‌রিতে কমলো ৩১৩৮ টাকা আসন্ন ১৫০ উপজেলা ভোটে প্রতীক বরাদ্দ আজ কাতারের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বোতলজাত সয়াবিন তেলের দাম আবার বাড়ল, তবে খোলা সয়াবিন তেল লিটারপ্রতি ২ টাকা কমিয়ে ১৪৭ টাকা নির্ধারণ করেছে সরকার। এক সপ্তাহ পর ২৩ জন নাবিকসহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ আজ রবিবার বিকেলে দুবাইয়ে পৌঁছবে প্রচণ্ড গরমের সঙ্গে আর্দ্রতা জ্বালা ধরাচ্ছে শরীরে, ঘর থেকে বের হলেই যেন মরুভূমির লু হাওয়া শিল্পী সমিতির 2024 নির্বাচন সভাপতি মিশা সওদাগর সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল চলচ্চিত্র শিল্পী সমিতির ভোট ২০২৪ সম্পন্ন স্মরণকালের রেকর্ড বৃষ্টিপাতে নজিরবিহীন বন্যা দেখা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের

কিলিয়ান এমবাপ্পি রিয়ালে যাওয়া নিয়ে আবারও ‘পিছুটান’

ইউনিয়ন সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৪৪ বার পঠিত
ফাইল ছবি

কিলিয়ান এমবাপ্পের দলবদল যেন বহু পর্বের এক ধারাবাহিক নাটক! শুরুটা হয়েছিল ২০২২ সালে। সে সময় মাদ্রিদে বলতে গেলে একটি পা দিয়েই ফেলেছিলেন পিএসজির ফরাসি তারকা। কিন্তু শেষ মুহূর্তে সেই পা তুলে নেন এমবাপ্পে, থেকে যান পিএসজিতেই।

সবার ধারণা, ধারাবাহিক সেই নাটকের শেষ পর্ব দেখা যাবে এবার। পিএসজির সঙ্গে সম্পর্ক চুকিয়ে মৌসুম শেষে রিয়ালে নাম লেখানোর ব্যাপারে এমবাপ্পে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, এমন খবরই শোনা গিয়েছিল কদিন আগে। কিন্তু নাটক নিয়েছে নতুন মোড়। আবার ‘পিছুটান’ এমবাপ্পের। দ্য অ্যাথলেটিকের খবর, চুক্তি নিয়ে রিয়াল যে প্রস্তাব দিয়েছে, সেটাতে দ্বিমত পোষণ করেছেন এ বিষয় নিয়ে কাজ করা এমবাপ্পের ঘনিষ্ঠ কেউ। ফলে আবার অনিশ্চয়তা দেখা দিয়েছে পিএসজি থেকে এমবাপ্পের রিয়ালে যাওয়ার বিষয়ে।

এর আগে অ্যাথলেটিকই খবর দিয়েছিল, রিয়ালের চুক্তিতে কী কী শর্ত থাকবে, তা জানুয়ারির শুরু থেকেই জানতেন এমবাপ্পে। পিএসজির সঙ্গে তাঁর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ৩০ জুন। চুক্তি যেহেতু শেষ ছয় মাসের মধ্যে এসে পড়েছে, নিজের দলবদল নিয়ে সম্ভাব্য ভবিষ্যৎ দলের সঙ্গে আলোচনা করতে পারেন এমবাপ্পে।

রিয়াল মাদ্রিদের কাছে কত বেতন চাইছেন এমবাপ্পে, আর কী চাওয়া

দিন যতই গড়াচ্ছে, কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যাওয়ার খবরে যোগ হচ্ছে নতুন সব তথ্য। এখনো চূড়ান্ত ঘোষণা না এলেও এমবাপ্পে নাকি গ্রীষ্মের দলবদলে ফ্রি এজেন্ট হিসেবে পিএসজি ছেড়ে রিয়ালে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। রিয়ালও এখন আগের যেকোনো সময়ের চেয়ে এমবাপ্পেকে পাওয়ার ব্যাপারে দারুণভাবে আত্মবিশ্বাসী।

অন্যদিকে পিএসজিও অবশ্য এখনই হাল ছাড়তে নারাজ। চূড়ান্ত ঘোষণা আসার আগ পর্যন্ত, এমবাপ্পেকে ধরে রাখার চেষ্টা চালিয়ে যেতে চায় প্যারিসের ক্লাবটি। যদিও সাম্প্রতিক সময়ের খবরগুলো পিএসজির জন্য মোটেও আশাবাদী হওয়ার মতো নয়। এর মধ্যে এবার রিয়াল–এমবাপ্পের মধ্যে অর্থনৈতিক চুক্তি কেমন হতে পারে, তা নিয়ে খবর প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা এসইআর।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, এমবাপ্পে ফ্রি এজেন্ট হিসেবে রিয়ালে এলেও তাঁর জন্য ক্লাবটিকে বেশ ভালো পরিমাণ অর্থই খরচ করতে হবে। এমবাপ্পে নাকি রিয়ালের কাছ থেকে উচ্চ বেতনের পাশাপাশি মোটা অঙ্কের সাইনিং বোনাসও চান।

কাদেনা এসইআর বলছে, এমবাপ্পে চান ইউরোপের সর্বোচ্চ বেতন পাওয়া খেলোয়াড় হতে। যে কারণে তিনি মৌসুমপ্রতি পাঁচ কোটি ইউরো বেতন দাবি করছেন। পাশাপাশি বিশ্বকাপজয়ী এ ফরাসি তারকা ১২ কোটি ইউরো সাইনিং বোনাস নিতে চান রিয়ালের কাছ থেকে। এ ছাড়া বেতনের বাইরে এমবাপ্পে নাকি ইমেজ স্বত্বের জন্য বাড়তি বোনাসও পেতে চান ক্লাবটির কাছ থেকে।

তবে এমবাপ্পের চাহিদার সঙ্গে রিয়াল তাঁকে যা দিতে চায়, তার মধ্যে বিশাল পার্থক্যের কথা জানিয়েছে সংবাদমাধ্যমটি। রিয়াল নাকি পিএসজি ফরোয়ার্ডকে ১ কোটি ৫০ লাখ ইউরো বেতনের সঙ্গে ৬ কোটি ইউরো সাইনিং বোনাস দিতে চায়। ফলে এখন পর্যন্ত অবশ্য কোনো সিদ্ধান্তই চূড়ান্ত হয়নি। তবে দুই পক্ষই চায় যত দ্রুত সম্ভব দর–কষাকষি শেষ করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে।

এর আগে ২০১৭ সালে মোনাকো ছেড়ে পিএসজিতে আসেন এমবাপ্পে। তবে শৈশবে তাঁর স্বপ্ন ছিল একদিন রিয়ালের হয়ে খেলার। নিজের সেই স্বপ্নের কথা সরাসরি বলেছেনও এই ফরাসি তারকা। কয়েক দিন আগে রিয়ালে প্রথমবার ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে মুগ্ধতা ঝরেছে এমবাপ্পের কণ্ঠে। বিশ্বের অন্যতম সেরা এই খেলোয়াড়ের মুগ্ধতার কথা জানতে পেরে রিয়ালও উদ্যোগী হয় তাঁকে কিনতে।

কিন্তু গত কয়েক মৌসুম ধরে এমবাপ্পেকে প্যারিস থেকে মাদ্রিদে নেওয়ার চেষ্টায় একাধিকবার ব্যর্থ হয়েছে রিয়াল। ২০২১ সালের জুনে এই ফরোয়ার্ডের মাদ্রিদ যাওয়া ঠেকাতে হস্তক্ষেপ করেন খোদ ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাঁখো।

এরপর গত গ্রীষ্মের দলবদলে এমবাপ্পে–পিএসজির সম্পর্ক খাদের কিনারে গিয়ে দাঁড়ায়। ফরাসি ফুটবলারের পাঠানো এক চিঠিকে ঘিরে ঘটনার শুরু। তিনি সাফ জানিয়ে দেন, মেয়াদ শেষ হওয়ার পর আর চুক্তি নবায়ন করবেন না। জবাবে পিএসজি জানায় চুক্তি নবায়ন না করলে তখনই ক্লাব ছাড়তে হবে।

এমন পরিস্থিতিতে এশিয়ায় প্রাক্‌–মৌসুম সফরেও বাদ পড়তে হয় তাঁকে। হুমকি পান পুরো মৌসুম বেঞ্চে বসে থাকারও। নানা ঘটনার পর পিএসজিতেই থেকে যান এমবাপ্পে এবং নিয়মিত খেলেও চলেছেন। এখন শেষ পর্যন্ত এ ঘটনা কোথায় গিয়ে শেষ হয়, সেটিই দেখার অপেক্ষা।

২০২২ সালে এমবাপ্পেকে যে প্রস্তাব দেওয়া হয়েছিল, এবারের প্রস্তাবে অর্থ আর সুযোগ-সুবিধার পরিমাণ তার চেয়ে কম। কিন্তু এরপরও এমবাপ্পেই হবেন রিয়ালের সবচেয়ে বেশি বেতনের খেলোয়াড়। এমবাপ্পের এই দলবদলের আলোচনার সঙ্গে যুক্ত একটি সূত্র জানিয়েছে, ২০২২ সালে এমবাপ্পেকে দেওয়া প্রস্তাবে সাইনিং বোনাস ছিল ১৩ কোটি ইউরো। আর বার্ষিক বেতন ছিল ২ কোটি ৬০ লাখ ইউরো।

২৫ বছর বয়সী এমবাপ্পেকে ধরে রাখতে কয়েক মাস আগে পিএসজি তাঁর বেতন ও সুযোগ-সুবিধা অনেক বাড়িয়েছে। তাঁকে দীর্ঘ ও সংক্ষিপ্ত—দুই ধরনের চুক্তিরই অপশন দেওয়া হয়েছে। এই সুবিধাগুলো চাইলে এখনো নিতে পারেন এমবাপ্পে। সূত্র বলছে, প্যারিসের ক্লাবটিতে বর্তমানে এমবাপ্পের বার্ষিক বেতন ৭ কোটি ৫০ লাখ ইউরো। এটা আবার কর-টর কাটার পর এবং বোনাস ছাড়াই।

এমবাপ্পের এবারের দলবদলের আলোচনায় সরাসরি যুক্ত আছেন রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। তবে এমবাপ্পেকে দেওয়া পিএসজির প্রস্তাবের ধারেকাছেও নেই রিয়ালের প্রস্তাব। কিন্তু সূত্র বলেছে, এমবাপ্পেকে পেতে সম্ভাব্য সবকিছু করতে চান পেরেজ। রিয়ালের সভাপতি এমবাপ্পেকে বোঝাচ্ছেন, মাদ্রিদের ক্লাবটির সঙ্গে চুক্তি তাঁর প্রোফাইল ক্রীড়া-বিপণনের বাজারে অনেক ওপর দিয়ে যাবে। একটি সূত্র জানিয়েছে, পেরেজ এই দলবদল নিয়ে ‘অস্বাভাবিকভাবে খুব কাছ থেকে’ যুক্ত হয়েছেন। এরপরও যে চুক্তিটা সম্পন্ন হবে, তা নিয়ে কোনো নিশ্চয়তা নেই। অতীতেও এমবাপ্পেকে দলে ভেড়াতে রিয়ালের সব চেষ্টা ব্যর্থ হয়েছে।

২০২২ সালে এমবাপ্পেকে যে প্রস্তাব দেওয়া হয়েছিল, এবারের প্রস্তাবে অর্থ আর সুযোগ-সুবিধার পরিমাণ তার চেয়ে কম। কিন্তু এরপরও এমবাপ্পেই হবেন রিয়ালের সবচেয়ে বেশি বেতনের খেলোয়াড়। এমবাপ্পের এই দলবদলের আলোচনার সঙ্গে যুক্ত একটি সূত্র জানিয়েছে, ২০২২ সালে এমবাপ্পেকে দেওয়া প্রস্তাবে সাইনিং বোনাস ছিল ১৩ কোটি ইউরো। আর বার্ষিক বেতন ছিল ২ কোটি ৬০ লাখ ইউরো।

২৫ বছর বয়সী এমবাপ্পেকে ধরে রাখতে কয়েক মাস আগে পিএসজি তাঁর বেতন ও সুযোগ-সুবিধা অনেক বাড়িয়েছে। তাঁকে দীর্ঘ ও সংক্ষিপ্ত—দুই ধরনের চুক্তিরই অপশন দেওয়া হয়েছে। এই সুবিধাগুলো চাইলে এখনো নিতে পারেন এমবাপ্পে। সূত্র বলছে, প্যারিসের ক্লাবটিতে বর্তমানে এমবাপ্পের বার্ষিক বেতন ৭ কোটি ৫০ লাখ ইউরো। এটা আবার কর-টর কাটার পর এবং বোনাস ছাড়াই।

এমবাপ্পের এবারের দলবদলের আলোচনায় সরাসরি যুক্ত আছেন রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। তবে এমবাপ্পেকে দেওয়া পিএসজির প্রস্তাবের ধারেকাছেও নেই রিয়ালের প্রস্তাব। কিন্তু সূত্র বলেছে, এমবাপ্পেকে পেতে সম্ভাব্য সবকিছু করতে চান পেরেজ। রিয়ালের সভাপতি এমবাপ্পেকে বোঝাচ্ছেন, মাদ্রিদের ক্লাবটির সঙ্গে চুক্তি তাঁর প্রোফাইল ক্রীড়া-বিপণনের বাজারে অনেক ওপর দিয়ে যাবে। একটি সূত্র জানিয়েছে, পেরেজ এই দলবদল নিয়ে ‘অস্বাভাবিকভাবে খুব কাছ থেকে’ যুক্ত হয়েছেন। এরপরও যে চুক্তিটা সম্পন্ন হবে, তা নিয়ে কোনো নিশ্চয়তা নেই। অতীতেও এমবাপ্পেকে দলে ভেড়াতে রিয়ালের সব চেষ্টা ব্যর্থ হয়েছে।

 

রিয়াল মাদ্রিদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এমবাপ্পে, ফরাসি সংবাদমাধ্যমের দাবি

তাহলে কি সত্যিই রিয়াল মাদ্রিদেই যাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে? আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ফরাসি সংবাদমাধ্যম লা প্যারিসিয়ান জানিয়েছে, আগামী গ্রীষ্মে পিএসজির সঙ্গে চুক্তি শেষ করে রিয়াল মাদ্রিদে যোগ দেবেন কিলিয়ান এমবাপ্পে। পিএসজি ছেড়ে রিয়ালে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নাকি নিয়ে ফেলেছেন এই ফরাসি তারকা। এমবাপ্পের রিয়ালে যাওয়ার খবর নিশ্চিত করেছে ইএসপিনও।

এমবাপ্পের রিয়ালে যাওয়ার ঘোষণা দিয়ে লা প্যারিসিয়ান লিখেছে, ‘আর কোনো সন্দেহের অবকাশ নেই। কিলিয়ান এমবাপ্পে মৌসুম শেষে লিগ আঁ ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এবং বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে যোগ দিতে যাচ্ছেন।’

এর আগে জানুয়ারিতে এমবাপ্পেকে রিয়ালের চুক্তির প্রস্তাব দেওয়ার খবর প্রকাশ করে ইএসপিএন। সূত্রের উল্লেখ করে সংবাদমাধ্যমটি জানিয়েছে, আগামী সপ্তাহে সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটিতে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন এমবাপ্পে। ফরাসি এই ফরোয়ার্ড এখনো পিএসজি কিংবা রিয়ালকে আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও চূড়ান্ত সিদ্ধান্ত নাকি নিয়ে ফেলেছেন। এমন খবর অবশ্য আগেও শোনা গেছে, কিন্তু শেষ পর্যন্ত তেমন কিছুই হয়নি। জল ঘোলা করে আবার সেই পিএসজিতেই থেকে যান এই ফরাসি তারকা।

মূলত কয়েক মৌসুম ধরেই এমবাপ্পেকে নিয়ে দলবদলের রুদ্ধশ্বাস এক লড়াইয়ে নেমেছে রিয়াল ও পিএসজি, যেখানে আগের লড়াইগুলোতে শেষ পিএসজি জিতলেও এবার সম্ভবত গল্পটা বদলাতে যাচ্ছে। এর মধ্য দিয়ে রিয়ালের হয়ে খেলার স্বপ্নপূরণ হবে এমবাপ্পেরও।

এমবাপ্পের রিয়ালে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেলেও পিএসজি নাকি শেষ আশা হিসেবে দেখছে অনুষ্ঠেয় প্যারিস অলিম্পিককে। এরই মধ্যে নিজ দেশে আয়োজিত অলিম্পিকে খেলার ইচ্ছার কথা জানিয়েছেন এমবাপ্পে। রিয়াল-এমবাপ্পের চুক্তি চূড়ান্ত করার ক্ষেত্রে নাকি দর–কষাকষি হতে পারে এমবাপ্পের অলিম্পিকে খেলার সুযোগ পাওয়ার বিষয়টি নিয়ে, যা শেষ মুহূর্তে নতুন কোনো মোড় নিয়ে আসে কি না, সেদিকে তাকিয়ে আছে পিএসজি।

এমবাপ্পের রিয়ালে যাওয়া ঠেকাতে পিএসজি নাকি বেতন বাড়ানোর প্রস্তাবও দিয়েছিল। তবে এমবাপ্পে সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এবং ফ্রি এজেন্ট হিসেবে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইএসপিএন জানিয়েছে, রিয়ালে এমবাপ্পের বেতন তিনি পিএসজিতে যা পান, তাঁর অর্ধেকে নেমে আসতে পারে।

সম্ভাব্য এ পরিস্থিতি আঁচ করতে পেরে পিএসজি নাকি দুটি সম্ভাবনা সামনে রেখে পরিকল্পনা সাজিয়েছিল। একটি পরিকল্পনা তারা সাজায় এমবাপ্পেকে রেখে এবং অন্যটি তাঁকে বাদ দিয়ে। তবে এমবাপ্পে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর এখন তাঁকে বাদ দিয়েই এগোতে হবে দলটিকে।

এর আগে ২০১৭ সালে মোনাকো থেকে আলোড়ন তুলে পিএসজিতে আসেন এমবাপ্পে। তবে এমবাপ্পের সব সময়ের স্বপ্ন ছিল রিয়ালের হয়ে খেলার। এমনকি কয়েক দিন আগেও প্রথমবার রিয়ালে ঘুরতে যাওয়ার মুগ্ধতার কথা জানান বিশ্বকাপজয়ী এই ফুটবলার। শুরু থেকে এমবাপ্পের রিয়ালে আসার স্বপ্ন থাকলেও দুই পক্ষের মধ্যে বারবার দেয়াল তুলে দাঁড়ায় পিএসজি। এমবাপ্পেকে ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করেছে তারা। এমনকি ২০২১ সালের জুনে তাঁর রিয়ালে যাওয়া থামাতে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাঁখোও ফোন করেছিলেন।

গত গ্রীষ্মের দলবদলেও এমবাপ্পে-পিএসজির সম্পর্ক খাদের কিনারে গিয়ে দাঁড়ায়। ঘটনার সূত্রপাত এমবাপ্পের পাঠানো চিঠি নিয়ে। সেখানে তিনি সাফ জানিয়ে দেন, মেয়াদ শেষ করার পর তিনি আর চুক্তি নবায়ন করবেন না। জবাবে পিএসজি জানায় চুক্তি না করলে তখনই ক্লাব ছাড়তে হবে।

এ টানাপোড়েনে প্রাক্‌–মৌসুমে এশিয়া সফর থেকেও বাদ পড়েন এমবাপ্পে। এমনকি পুরো মৌসুম বেঞ্চে বসিয়ে রাখার হুমকিও দেওয়া হয়। এ কারণে ফরাসি ফুটবলারদের সংগঠনের তোপেও পড়তে হয় পিএসজিকে। শেষ পর্যন্ত অবশ্য এমবাপ্পে সেই পিএসজিতেই থেকে যান। এ মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ২৮ ম্যাচে করেছেন ২৯ গোল।

জানুয়ারির শুরুতে এমবাপ্পের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে একটি সময়সীমা বেঁধে দিয়েছিলেন। ২০২২ সালের মে মাসে যেভাবে সব দৌড়াদৌড়ি বিফলে গিয়েছিল, এবার যেন সেটা নয়, এ কারণে তারা সব প্রক্রিয়া জানুয়ারির মাঝামাঝি সেরে ফেলতে চেয়েছিল। কিন্তু এমবাপ্পের প্রতিনিধিদল রিয়ালের সেই সময়সীমা মেনে নেয়নি। তারা আরও সময় চেয়েছিল। রিয়াল কর্তৃপক্ষ এখনো এমবাপ্পের প্রতিনিধিদের কাছ থেকে নির্দিষ্ট কথা চায়।

কিন্তু এমবাপ্পের প্রতিনিধিদল এ বিষয়ে বিভক্ত হয়ে পড়েছে। একটি দল মনে করে, এমবাপ্পে পিএসজিদে যা পাচ্ছে, রিয়ালের প্রস্তাব এর চেয়ে অনেক নিচে। এ ছাড়া পিএসজিতে এমবাপ্পে তাঁর আয় আরও বাড়িয়ে নিতে পারবেন বলেও তাদের বিশ্বাস। অন্যদিকে পিএসজি কর্তৃপক্ষ মনে করছে, এমবাপ্পের সঙ্গে তারা চুক্তি নবায়ন করতে পারবে। পিএসজির সঙ্গে এমবাপ্পের বর্তমান চুক্তিতে একটি শর্ত আছে, তিনি চাইলেই মেয়াদ এক বছর বাড়িয়ে নিতে পারবেন।

কে জানে, শেষ পর্যন্ত ২০২২ সালের মে মাসের ঘটনার পুনরাবৃত্তি হয় কি না!

 

তথ্যসূত্রঃ প্রথম আলো

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ ইউনিয়ন সংবাদ
Theme Customized BY