মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র নয় মাস আগে রিপাবলিকান পার্টির নেতৃত্ব থেকে পদত্যাগ করেছেন রোনা ম্যাকড্যানিয়েল। নির্বাচনে দলটির সম্ভাব্য প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের পর সোমবার (২৬ ফেব্রুয়ারি) তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। খবর রয়টার্সের।
ম্যাকড্যানিয়েলের পদত্যাগের ঘোষণায় রিপাবলিকান পার্টিতে ট্রাম্পের প্রভাব প্রতিফলিত হচ্ছে। নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে আবারও তিনি ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন তিনি।
ফেব্রুয়ারির শুরুর দিকে ম্যাকড্যানিয়েলের সঙ্গে এক বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, সাউথ ক্যারোলাইনার প্রাইমারি শেষ হওয়ার পর রিপাবলিকান ন্যাশনাল কমিটিতে পরিবর্তনের জন্য চাপ প্রয়োগ করবেন তিনি। শনিবার অনুষ্ঠিত প্রাইমারিতে অঙ্গরাজ্যটির সাবেক গভর্নর নিকি হ্যালিকে সহজেই হারিয়েছেন ট্রাম্প।
দুই সপ্তাহ আগে নর্থ ক্যারোলাইনার রিপাবলিকান পার্টির চেয়ার মাইকেল ওয়াটলিকে পরবর্তী রিপাবলিকান ন্যাশনাল কমিটির প্রধান হিসেবে সমর্থন দিয়েছেন। দলটিতে নিজের অবস্থান শক্তিশালী করতে কো-চেয়ার হিসেবে পুত্রবধূ লরা ট্রাম্পকেও সমর্থন দিয়েছেন তিনি।
এক বিবৃতিতে ম্যাকড্যানিয়েল বলেছেন, ঐতিহাসিকভাবে যখন নমিনি পাওয়া গেছে তখন রিপাবলিকান ন্যাশনাল কমিটিতে পরিবর্তন হয়েছে। এই রীতির প্রতি শ্রদ্ধা জানানোর ইচ্ছা আমার সব সময় ছিল। হোয়াইট হাউজের লড়াইয়ে পুনরায় জিততে আমি প্রতিশ্রুতিবদ্ধ।
ম্যাকড্যানিয়েল ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, ৮ মার্চ রিপাবলিকান ন্যাশনাল কমিটির বৈঠকে তার পদত্যাগের সিদ্ধান্ত কার্যকর হবে।
রিপাবলিকান ন্যাশনাল কমিটি দলের মনোনীত প্রার্থীর পক্ষে অর্থ সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা দলটির বার্তা প্রচার করে এবং ভোটারদের উপস্থিতি নিশ্চিতের জন্য কাজ করে। ম্যাকড্যানিয়েলের স্থলাভিষিক্ত যিনি হবেন তাকে বিভক্ত দলকে ঐক্যবদ্ধ করার চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। সূত্র: রয়টার্স
তথ্যসূত্র: যুগান্তর