সিনেমা মুক্তির হিড়িক ফেব্রুয়ারিতে। যেখানে জানুয়ারি মাসে মুক্তি পেয়েছে মাত্র তিনটি সিনেমা। তবে কোনো সিনেমাই সাড়া ফেলেতে পারেনি। পরীমনি, সাইমনের মতো অভিনয়শিল্পীরাও দর্শক টানতে পারেননি। ফেব্রুয়ারি মাসে জানুয়ারির দ্বিগুণ সিনেমা মুক্তির তালিকায় রয়েছে। সিনেমা মুক্তি দিতে প্রযোজকেরা বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির অফিসে হুমড়ি খেয়ে পড়ছেন। গত বছরের শেষ ভাগে রাজনৈতিক অস্থিরতা ও নির্বাচনের ডামাডোলে লোকসানের আশঙ্কায় সিনেমা মুক্তি দেননি প্রযোজকেরা।
মূলত সেসব সিনেমাই ধীরে ধীরে মুক্তি দিতে শুরু করেছেন প্রযোজকেরা। প্রযোজক-পরিবেশক সমিতির অফিস–সচিব সৌমেন রায় গত বৃহস্পতিবার প্রথম আলোকে জানান, ফেব্রুয়ারি মাসে তিন সপ্তাহে এখন পর্যন্ত ছয়টির মতো সিনেমা মুক্তির আবেদন পেয়েছেন তাঁরা।
ফেব্রুয়ারিতে মুক্তির তালিকায় সিনেমার মধ্যে জয়া আহসান, অপু বিশ্বাসের মতো তারকাদের পাশাপাশি দীঘির মতো নবীনদের সিনেমাও রয়েছে। এর মধ্যে ৯ ফেব্রুয়ারি মুক্তি পাবে নির্মাতা নুরুল আলম আতিকের সিনেমা পেয়ারার সুবাস। এতে জয়া আহসান, তারিক আনাম খান, আহমেদ রুবেলসহ আরও অনেকে অভিনয় করেছেন। গত বছর মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে সিনেমাটির।
একদিন মুক্তি পাবে দ্বীন ইসলাম পরিচালিত অপু বিশ্বাস অভিনীত ‘ট্র্যাপ’। এতে অপু বিপরীতে থাকছেন তরুণ অভিনেতা জয় চৌধুরী। আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদ।
অপু বিশ্বাস অভিনীত আরেক সিনেমা ‘ছায়াবৃক্ষ’ মুক্তি পাবে ১৬ ফেব্রুয়ারি। চা শ্রমিকদের জীবনের গল্পে সরকারি অনুদানে সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক বন্ধন বিশ্বাস। এতে অপু বিশ্বাস ছাড়া আরও অভিনয় করেছেন নিরব, নওশাবা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, ডন, এলিনা শাম্মি ও আজম খান।
একই দিন মুক্তি পাবে সরকারি অনুদানে নির্মিত সিনেমা শ্রাবণ জ্যোৎস্নায়। একই নামে কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন আবদুস সামাদ খোকন। এতে মূল দুই চরিত্রে অভিনয় করেছেন দীঘি ও জী আবদুন নূর।
২৩ ফেব্রুয়ারি মুক্তির তালিকায় রয়েছে ‘সৈয়দপুরের সৈয়দ সাহেব’ ও ‘তালমাতাল’। ফেব্রুয়ারিতে পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ সিনেমা মুক্তির কথা ছিল। তবে সিনেমাটির মুক্তি পেছানো হয়েছে। এতে শরীফুল রাজ, মিথিলা, মন্দিরা চক্রবর্তীসহ আরও অনেকে অভিনয় করেছেন।
এর আগে ১৯ জানুয়ারি ‘কাগজের বউ’ ও ‘শেষ বাজি’ সিনেমা দিয়ে এ বছরের খাতা খুলেছে। জানুয়ারিতে মুক্তি পেয়েছে আরেক সিনেমা ‘রুখে দাঁড়াও’।
২০২৪ সালে আরও কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। সম্ভাব্য তালিকায় রয়েছে শাকিব খান অভিনীত অনন্য মামুনের দরদ, হিমেল আশরাফের ‘রাজকুমার’ এবং আলফা আই, চরকি ও শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনায় রায়হান রাফীর ‘তুফান’।
পরিচালক ওয়াহিদ তারেকের ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমাটিও মুক্তির তালিকায় রয়েছে। এতে শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারের চরিত্রে মোস্তফা মন্ওয়ার এবং তাঁর স্ত্রী পান্না কায়সারের চরিত্রে বিদ্যা সিনহা মিম অভিনয় করেছেন। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ওমর’, আদর আজাদ ও পূজা চেরি জুটি অভিনীত ‘নাকফুল’, ‘লিপস্টিক’ ও দরদিয়া মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার গল্প নিয়ে বদরুল আনাম সৌদের ‘শ্যামা কাব্য’ সিনেমাটি গত বছরই মুক্তির কথা ছিল। পরে তা স্থগিত হয়। সেটি এ বছর মুক্তি পাবে। ছবিটির প্রধান দুই চরিত্রে আছেন সোহেল মন্ডল ও নীলাঞ্জনা নীলা।
গত বছর বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যৌথভাবে সেরা সিনেমার পুরস্কার পায় ইকবাল হোসাইন চৌধুরীর বলী। বিদেশে প্রশংসিত এই সিনেমা চলতি বছর দেশেরপ্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন। সরকারি অনুদানের এই ছবির প্রযোজক পিপলু আর খান।
তথ্যসূত্র: প্রথম আলো