বিদায়ী তরী
বক্ষ মাঝে লুকিয়ে আছে
হাজার তীরের ছোঁয়া,
দীর্ঘ শ্বাসে চাপা পাথর
মুখে আছে ধুয়া।
সুখ বৃথা দুঃখে আঁটা
ছোট্ট বাবুই পাখি,
হাজার সপ্নের অট্রালিকা
কোথায় গিয়ে রাখি।
বিদায় তরী রাইখা যাইবো
ছোট্ট মাটির ঘরে,
আকাশ কোথায় কোথায় প্রভাত
কীভাবে উঠি ভোরে।
হাসি-তামাসা,লোভ-লালসার
সময় নাইযে হাতে,
অগ্নি নিবিতে পানি আনিতে
কেইবা যাইবে সাথে।