প্রতিটি খেলার মাঠে বাংলাদেশ-ভারত লড়াই সব সময়ই একটু ভিন্ন রকম। তা যেকোনো খেলাতেই হোক না কেন। এই ম্যাচ পায় বাড়তি গুরুত্ব। সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলে আজকের বাংলাদেশ-ভারত ম্যাচটাও ব্যতিক্রম নয়। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে সন্ধ্যা সাতটায় শুরু হবে দুই প্রতিবেশীর লড়াই।
২ ফেব্রুয়ারি টুর্নামেন্টের প্রথম দিনে ভুটানকে ১০-০ গোলে উড়িয়ে ভারত তাদের উপস্থিতি প্রবলভাবে জানান দিয়েছে। স্বাগতিক বাংলাদেশও কম যায়নি। বেশ কিছু গোলের সুযোগ নষ্ট করে নেপালকে হারিয়েছে ৩-১ গোলে।
জোড়া গোল করে আলোচনায় চলে এসেছেন সাগরিকা। ফাইনালে খেলা নিশ্চিত করতে আজও বাংলাদেশকে জেতাতে চান ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের মেয়ে। আজকের ম্যাচের জয়ী দলের পয়েন্ট হবে ৬। ফাইনালে খেলতে ৬ পয়েন্টই হবে যথেষ্ট।
চার দলের টুর্নামেন্ট চলছে লিগ পদ্ধতিতে। প্রতি দল খেলবে তিনটি করে ম্যাচ। লিগভিত্তিক খেলা শেষে শীর্ষ দুই দল যাবে ফাইনালে। সেই পথে অনেকটা এগিয়ে আছে বাংলাদেশ ও ভারত। নেপাল প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হেরে যাওয়ায় তারা আজ জিততে মরিয়া থাকবে ভুটানের বিপক্ষে। বেলা তিনটায় শুরু হবে ভুটান-নেপাল ম্যাচ। প্রতিযোগিতায় টিকে থাকতে এই দুই দলেরই জয় দরকার।
নেপাল ম্যাচের ভুলগুলো শুধরে বাংলাদেশ আজ আরও ভালো ফুটবল খেলতে চায়। ২০২১ সালে বাংলাদেশের কাছে শিরোপা জয়ের স্বপ্ন ভেঙেছিল ভারতের। সেই ব্যর্থতা মুছে এবার শিরোপা জিততে এসেছে তারা। তবে ভারতের কোচ শুক্লা দত্ত বেশ সমীহ করছেন বাংলাদেশকে। ভারতের শিরোপা জয়ের পথে কাঁটা যে লাল-সবুজের মেয়েরাই।
সন্ধ্যা সাতটায় বিটিভি ওয়ার্ল্ডে দেখানো হবে বাংলাদেশ-ভারত ম্যাচটি।
তথসূত্র: প্রথম আলো