ঢাকায় বিপিএলের লেগ পর্ব শেষ। প্রতিটি দলই ব্যস্ত বন্দরনগরীতে। আর এই যাত্রায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাস দুর্ঘটনার কবলে পড়ে। এই ঘটনায় ফ্র্যাঞ্চাইজি বাসটি সবে রক্ষা পায়। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আজ রোববার (১১ ফেব্রুয়ারি) চট্টগ্রামে যাওয়ার পথে সীতাকুণ্ডে ফ্র্যাঞ্চাইজিটির বাসের সঙ্গে একটি ট্রাকের ধাক্কা লাগে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার সময়ে বাসে কোনো ক্রিকেটার, টিম স্টাফ বা অন্য কোনো সদস্য ছিলেন না। সেখানে কেবল ক্রিকেটারদের সরঞ্জামাদি ছিল। দুর্ঘটনার পরে বাস থেকে ক্রিকেটারদের সরঞ্জাম উদ্ধার করে গন্তব্যে পাঠানো হয়েছে।
এ দিকে বাসে করে চট্টগ্রামে সরঞ্জাম পাঠানো হলেও দলটির ক্রিকেটাররা ঢাকা ছাড়বেন আজ বিকেল ৪টার ফ্লাইটে। আগামী ১৩ ফেব্রুয়ারি সাগরিকায় কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম। ঘরের মাটিতে তাদের রয়েছে ৪টি ম্যাচ।
বিপিএলে ৮ ম্যাচ খেলে শুভাগত হোম বাহিনীর দখলে রয়েছে ৫টি জয়। তাতে পয়েন্ট টেবিলের তিনে রয়েছে দলটি। সবশেষ ম্যাচে রংপুরের বিপক্ষে ৫৩ রানে হেরেছে তারা। রংপুরের ২১১ রানের জবাবে ১৫৮ রানে থামে চট্টগ্রাম।
তথ্যসূত্র: সময় নিউজ